ভাঙ্গায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৭ মে ২০২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুর রহমান খান জানান, করোনায় আক্রান্ত ওই মুক্তিযোদ্ধা তার ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাড়িতে ছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থা বেশ খারাপের দিকে চলে যায়। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মহসিন ফকির জানান, চারদিন আগে ওই মুক্তিযোদ্ধার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম একজন মারা গেলেন। ভাঙ্গায় এখন পর্যন্ত মোট ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।