ঝুলন্ত বিদ্যুতের তার কেড়ে নিল দুই প্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৭ মে ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু হয়ছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার রুবিনা বেগম (২৫) এবং শিশু মো. হাসান শেখ (৩)। আহতরা হলেন- রবিউল এবং তার স্ত্রী শাবানা।

স্থানীয়রা জানান, সকালে ঝড়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের একটি তার রসুলবাগ এলাকার ওই বাড়ির টিনের চালে আটকে যায়। এ সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘরের ভেতরেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ঝড়ো বাতাসে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি ঝুলন্ত তার টিনের চালে আটকে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

হোসাইন চিশতী শিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।