ঘাতক ট্রাক কাড়ল দুই ভাইয়ের প্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৭ মে ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) যাত্রাবাড়ি থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধূরীর ছেলে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। এতে পিকআপ ও ট্রাকটি পাশের একটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার তার ভাই রাব্বি মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মীর আব্দুল আলীম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।