দুই স্কুলে দুই শিক্ষার্থী, দুজনই ফেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩১ মে ২০২০
ফাইল ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৫২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।

বোর্ডের এই শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুুখালি মাধ্যমিক বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু দুইজনই ফেল করেছে। ফলে শূন্য পাসের তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম উঠেছে। গত বছর এই তালিকায় একমাত্র প্রতিষ্ঠান ছিল সাড়াতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।