মাঠের ড্রেনে মিলল কৃষকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:১০ পিএম, ৩১ মে ২০২০
ফাইল ছবি

যশোরের মনিরামপুরে মাঠের ড্রেন থেকে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার তাজপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত নজরুল ইসলাম তাজপুর গ্রামের মৃত নিছার আল মোড়লের ছেলে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সোয়াইব আহম্মেদ, থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ছেলে জাহিদুল ইসলাম জানান, তার বাবা শনিবার (৩০ মে) আসরের নামাজ পড়ে পার্শ্ববর্তী মাঠে গিয়ে আর ফিরে আসেনি। পরে খুঁজতে গিয়ে জমির পাশে পানির ড্রেন থেকে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়। নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে হত্যার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।