টুম্পা হত্যার বিচার চেয়ে পথে নেমেছে সহপাঠীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৮ জুন ২০২০

টঙ্গীতে টুম্পা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সহপাঠীরা। এসময় তারা টুম্পার স্বামী, শাশুড়ি ও শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীয় ইসলামপুরে টুম্পার নানার বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলে টুম্পার সহপাঠীরা ছাড়াও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।

মিছিলে টুম্পার সহপাঠীরা ‘এ সমাজে যৌতুকের দাবিতে টুম্পাদের আমরা আর হারাতে চাই না’, ‘তানজিনা ইসলাম টুম্পার যৌতুকলোভী স্বামী সাকিব মৃধা এবং শাশুড়ির ফাঁসি চাই’ ইত্যাদি নানা প্ল্যাকার্ড বহন করে।

মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় চেরাগ আলী মার্কেটে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে টুম্পার মা মমতাজ বেগম যৌতুক লোভী স্বামী, শাশুড়ি ও শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, স্কুলের গণ্ডি না পেরোতেই প্রায় দুই বছর আগে একই এলাকার আবু সাঈদ মৃধার ছেলে সাকিবের সাথে বিয়ে হয় টুম্পার। তিনি এ বছর টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। গত মঙ্গলবার টঙ্গীর ইসলামপুরে (দত্তপাড়ায়) শ্বশুর বাড়িতে নিজের কক্ষে টুম্পা ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি করেন শ্বশুর বাড়ির লোকজন।

পুলিশ মঙ্গলবার দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে টুম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টুম্পার লাশ বুধবার কাপাসিয়া উপজেলার গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় টুম্পার মা মমতাজ বেগম বাদী হয়ে টুম্পার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

মামলায় যৌতুকের দাবি মেটাতে না পরায় টুম্পাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।পুলিশ টুম্পার স্বামী সাকিব মৃধাকে মঙ্গলবার গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।