৪৮ ঘণ্টা আগেই জানিয়ে দেয়া হবে গাজীপুর লকডাউন কিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৯ জুন ২০২০
ফাইল ছবি

প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় নগরবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, গাজীপুর মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত এলাকাসমূহ চিহ্নিত করা হচ্ছে। কোন ওয়ার্ডের কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা কত তা স্বাস্থ্য বিভাগের লোকজন বিশ্লেষণ করছে। লকডাউন করার আগে স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। গাজীপুর সিটিতে কোথাও লকডাউন করা হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে এলাকাবাসীকে মাইকিং করে ও বিভিন্ন প্রচার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

লকডাউনের কথা বলে কোনো ব্যবসায়ী যেন নিত্যপণ্য মজুত ও মূল্যবৃদ্ধি না করেন সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মেয়র।

তিনি বলেন, নগরবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করা হবে। গাজীপুরে ২২ লাখ পোশাক শ্রমিক কাজ করেন। করোনার মাঝে তাদের নিরাপত্তাও দেখতে হবে। আবার গার্মেন্টস শিল্পের আন্তর্জাতিক বাজার যেন নষ্ট না হয়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।