গাজীপুরে আরও ১৪২ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২০ জুন ২০২০
ফাইল ছবি

গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮১৫ জনে। ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২৮ জন।

শনিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪২ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ১৩৩ জন। এছাড়া কালীগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। কাপাসিয়ায় ও কালিয়াকৈরে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এনিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৮১৫ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩২৯ জন, কালীগঞ্জে ২২৪, কাপাসিয়ায় ১৬২, শ্রীপুর উপজেলায় ২৭৭ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৮২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৭ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় শনিবার পর্যন্ত ১৯ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ২ হাজার ৮১৫ জনের।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।