গাজীপুরে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২২ জুন ২০২০
ফাইল ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন। ৬৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৯৮৩ জনে।

সোমবার (২২ জুন) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এর মধ্যে সিটি ও গাজীপুর সদরে ২৭ জন, কালিয়াকৈর উপজেলায় ২০ জন, কালীগঞ্জে আটজন, কাপাসিয়ায় দুইজন ও শ্রীপুরে ১৬ জন।

এ নিয়ে গাজীপুরে মোট করোনায় আক্রান্ত ২৯৮৩ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩৬০ জন, কালীগঞ্জে ২৩৬, কাপাসিয়ায় ১৭৫, শ্রীপুর উপজেলায় ৩০৩ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৯০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৭ জন।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান আরও বলেন, গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪২ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা পজিটিভ এসেছে। আর গাজীপুর থেকে এ পর্যন্ত ২০ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ/পিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।