সামান্য ঝগড়ায় সহকর্মীর বুকে কাঁচি ঢুকিয়ে দিলো পোশাককর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৫ জুন ২০২০
ফাইল ছবি

গাজীপুরে সহকর্মীর হাতে শাহীন (২৭) নামে এক পোশাককর্মী খুন হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামারজুরি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি গাইবান্দার পলাশবাড়ি উপজেলার সাতানা নওগাঁ গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তিনি কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতেন।

গাছা থানা পুলিশের এসআই সজিব দেবনাথ জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শাহীন ও তার সহকর্মী ওয়াজিদ মিয়া ওই সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতো। বৃহস্পতিবার সকালে কারখানার বাইরে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করে দেন।

দুপুর আড়াইটার দিকে কামারজুরি বালুর মাঠ এলাকায় তারা আবার ঝগড়ায় ও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওয়াজিদ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহীন মারা যায়।

খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারী ওয়াজিদকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।