করোনায় শেষ হলো ২২ বছরের কারাজীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৭ আগস্ট ২০২০

অডিও শুনুন

প্রায় ২২ বছর পর বাড়ি ফিরেছেন আবু সাঈদ (৪৯)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ ক্ষমায় মুক্তি পেলেন তিনি। আবু সাঈদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাপুর এলাকার গয়ের আলীর ছেলে।

করোনা পরিস্থিতির কারণে সারাদেশে সরকারের বিশেষ ক্ষমায় এবার ৩২৯ জন সাজাপ্রপ্ত আসামি মুক্তি পেয়েছেন। বগুড়া থেকে শুধুমাত্র ক্ষমা পেয়েছেন আবু সাঈদ। রোববার বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।

বগুড়া জেলখানা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে নওগাঁ জেলার বদলগাছির ঢেকড়া এলাকায় ঘটা হত্যা মামলার আসামি তিনি। ঘটনার ১৫ দিন পর গ্রেফতার হন। এ মামলায় সেসময় আরও ৩ জন গ্রেফতার হন। তারপর ২০০৩ সালের ২৩ নভেম্বর নওগাঁ জেলা দায়রা জজ আদালতে রায় হয়। রায়ে একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন সাজা হয় ও ১ জন খালাস পান।

হত্যার মামলার ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকে আবু সাঈদ বগুড়া জেলখানায় রয়েছেন প্রায় ২২ বছর ধরে। আবু সাঈদ ২৭ বছর বয়সে বগুড়া জেলা কারাগারে আসেন। এখন তার বয়স ৪৯ বছর। আবু সাঈদ যখন জেলখানায় আসেন তখন তার ছোট ১ ছেলে ও ১ মেয়ে ছিল। এখন তাদের বিয়ে হয়ে গেছে।

মুক্তি পেয়ে আবু সাঈদ অনেক আনন্দিত। বগুড়া জেল গেটে তার সঙ্গে কথা হয়। আবু সাঈদ বলেন, মনে হচ্ছে নতুন জীবন পেলাম। জানি না কোন ভালো কাজের জন্য সরকার আমাকে মুক্তি দিল। প্রায় ২২ বছর ধরে চার দেয়ালের মাঝে বন্দি। ভেবেছিলাম জীবনটা হয়ত চার দেয়ালের মাঝেই শেষ হয়ে যাবে। মৃত্যুর আগে হয়ত আর পরিবারের কাছে ফিরতে পারব না। জেল খানায় কতজনকে আসতে আর যেতে দেখেছি তার হিসেব নেই। অনেকের সঙ্গে পারিবারিক বন্ধন গড়ে উঠেছে। সরকারের বিশেষ ক্ষমায় আজ মুক্তি পেয়ে আবার বাড়ি ফিরতে পারছি। প্রায় ২২ বছর পর আবার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে। আবার পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারব। জীবনের বাকিটা সময় স্বাভাবিক ও সুস্থভাবে কাটাতে চাই।

আবু সাঈদকে নিতে তার ছোট বোন দুলালী ও দুলালীর ছোট ছেলে এসেছিলেন। ভাইকে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন দুলালী। দুলালী বলেন, আমার ছোট বেলার সকল আবদার পূরণ করতেন ভাই। ছোট বেলায় আমাকে মুখে তুলে খাওয়াতেন। হটাৎ করেই ভাই নেই। পরে জানতে পারি হত্যা মামলায় ভাই জেলখানায় বন্দী। সেই থেকে ভাইকে আর কাছে পায়নি। আজ ভাইকে কাছে পেয়েছি। আমার ভাই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। সকলের কাছে আমি দোয়া চাই আমার ভাইয়ের জন্য।

বগুড়া জেলখানার জেলার শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ ক্ষমায় এবার সারাদেশে সাজাপ্রাপ্ত ৩২৯ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বগুড়া জেলখানা থেকে একজন বন্দী মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদ (৪৯)। বগুড়া জেলখানায় প্রায় ২২ বছর ধরে আছেন। তার কাজকর্ম খুব ভালো। আবু সাঈদ এতদিন ধরে জেলখানায় রয়েছেন, তার নামে কোনো প্রকার ঝামেলার কথা শোনা যায়নি। ১৯৯৯ সালে নওগাঁর একটি হত্যা মামলায় ২০০৩ সালের রায়ে তার যাবজ্জীবন সাজা হয়। তারপর থেকে এই জেলখানায় রয়েছেন। এখন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরছেন আবু সাঈদ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।