সিলেটে করোনায় আক্রান্ত ১০ হাজারের সাত হাজার সুস্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত কিশোরী সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৭৬ জন। নতুন করে আরও ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুস্থদের মধ্যে সিলেটের ১৭১ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারের ৪৩ জন। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৯৪ জন। এর মধ্যে সিলেটে তিন হাজার ৮৭৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৭৩ জন, হবিগঞ্জে ৯৮২ জন এবং মৌলভীবাজারের ৯৬৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সাত হাজার ৩৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠায় বর্তমানে এ বিভাগে করোনায় আক্রান্ত রয়েছেন মোট তিন হাজার ৬৭ জন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩০১ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন। এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। এর মধ্যে সিলেটে ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।