এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০
গ্রেফতার শাহেদ সরদার

বগুড়ায় শাহেদ সরদার (২৬) নামে এক ভুয়া সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহেদ বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত ছামছুল হকের ছেলে।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা।

রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতার শাহেদ সরদার নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে শাহেদ সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে পুলিশ হেডকোয়ার্টাসের বেশকিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়। প্রতারক শাহেদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।