করোনায় সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১১:০০ পিএম, ১৮ অক্টোবর ২০২০

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের দুবারের সাবেক সভাপতি ও খ্যাতিমান সাংবাদিক আজিজ আহমেদ সেলিম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি সিলেট নগরের মজুমদারি এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যাসন্তান অসংখ্য আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ৮টায় সিএমএইচ সিলেটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। জানাজার নামাজের সময়সূচি এখনও নির্ধারণ হয়নি।’

তিনি দীর্ঘ সাড়ে ৪ দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। সেলিম মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট অফিসের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি অবিভক্ত সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ছামির মাহমুদ/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।