‘মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়া হচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৪ নভেম্বর ২০২০

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করা হচ্ছে। মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়া হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিট পুলিশিং চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকলে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি শিবা সুন্দরী একাডেমি প্রাঙ্গণে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগান নিয়ে সদরপুর থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ডিআইজি হাবিবুর রহমান আরও বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট সংখ্যক বা বিশেষ পুলিশ সদস্যরা স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা নয়, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে নিয়ামক শক্তি বা প্রভাবক হিসেবে কাজ করবেন তারা।

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ, জনতা ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যেকোনো ভালো কাজ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, সদরপুর থানার ওসি সৈয়দ মো. লুৎফর রহমান, সদরপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস প্রমুখ।

বি কে সিকদার সজল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।