চট্টগ্রামে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রকাশ হাজী শফী।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছিরসহ এক অনুষ্ঠানে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শোকবার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের একজন ত্যাগী, নির্লোভ ও নিবেদিত নেতা ছিলেন হাজী শফী। তার ত্যাগের বিনিময়ে শক্তিশালী হয়েছে দলের সাংগঠনিক ভীত। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবু আজাদ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।