অ্যাসাইনমেন্টের নামে কলেজে পরীক্ষা, অধ্যক্ষের ১০ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) চলাকালীন সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষার দুশ খাতা, পরীক্ষার প্রশ্নপত্র ও রুটিন জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষের নাম আব্দুল কাউয়ুম সরকার।

jagonews24

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ দণ্ড দেন।

গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনার কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। ওই অধ্যক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।