পরনের কাপড় ছাড়া পুড়ে গেল সব, খোলা আকাশের নিচে চার পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতবাড়িসহ মালামাল ভস্মীভূত হয়েছে। ওই পরিবারগুলোর সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।

অগ্নিকাণ্ডে মো. ছালাম শেখ, হারেজ শেখ, জুয়েল ও সোহেল শেখের বসতঘরসহ মালামাল ভষ্মিভূত হয়েছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মো. ছালাম শেখ বলেন, আমাদের পরিবারগুলোর সদস্যদের পরনে থাকা কাপড় ছাড়া সবকিছুই পুড়ে গেছে। আগুনে চারটি ঘর, আসবাবপত্র, কাপড়, মুরগি, ধান ও নগদ প্রায় এক লাখ টাকা পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। সবাই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।

মধুখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে সার্বিক সহযোগিতা করা হবে।

সিকদার সজল/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।