বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু মুছা যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে।

পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা এক ব্যক্তির তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এ সময় এনএসআই আবু মুছার কাছে তদন্তের বিষয়টি জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি। পরে সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নেয়া হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতার ভুয়া এনএসআই পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

মো. জামাল হোসেন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।