ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো বিজয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২১

নারায়ণগঞ্জে ফুটপাত থেকে চাঁদা আদায়কালে বিজয় চন্দ্র দাস (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের শায়েস্তা খান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চার হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

বিজয় কুমিল্লার চান্দিনা উপজেলার নদীরাবাদ এলাকার গোপাল চন্দ্র দাসের ছেলে।

রোববার (১৪ মার্চ) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী জানান, পলাতক আসামি মো. সোহেলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের বিপরীতে শায়েস্তা খান রোডের ফুটপাতে অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজি করে আসছিল। এছাড়া চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে দোকানপ্রতি ৪০-১০০ টাকা চাঁদা আদায় করতো।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিজয় স্বীকার করে যে, সে পলাতক আসামি মো. সোহেলের প্রত্যক্ষ মদদে ও যোগসাজশে দীর্ঘদিন ধরে ফুটপাতের অস্থায়ী দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করতো।

গ্রেফতার বিজয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জসীম উদ্দীন চৌধুরী।

এস কে শাওন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।