করোনায় স্বাস্থ্য সুরক্ষায় ফের মাঠে নেমেছে কেএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২১ মার্চ ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ফের প্রচার-প্রচারণায় রাস্তায় নেমেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নগরীর শিববাড়ি মোড়ে কেএমপির উদ্যোগে ‘মাস্ক পরার অভ্যাস, করোনা-মুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

jagonews24

এ সময়ে কেএমপি কমিশনার মো. মাসুদর রহমান ভুঞা পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগিয়ে দেন। একই সাথে যাত্রী, চালক, হেলপারসহ নগরবাসীকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তিনি।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।