টাঙ্গাইল পৌর উদ্যানে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১১ নভেম্বর ২০১৪

টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে দুইটি ধর্মীয় সংগঠন একই সময়ে কর্মসূচি আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নির্দেশ বলবত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালেহ মো. মহিউদ্দন খাঁ জানান, শহরের পৌর উদ্যানে আজিমুশ্বান ওয়াজ মাহফিল উদযাপন কমিটি ও অন্য একটি পীর সংগঠন ধর্মসভার আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।