করোনার দ্বিতীয় ডোজের টিকাও সবার আগে নিলেন এমপি বাদশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৮ এপ্রিল ২০২১

রাজশাহীতে সবার আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। দ্বিতীয় ডোজও তিনি নিয়েছেন সবার আগে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন ফজলে হোসেন বাদশা।

রাজশাহী সদর আসনের এই সংসদ সদস্য (এমপি) এর আগে গত ৭ ফেব্রুয়ারি রামেক হাসপাতালে করোনার প্রথম ডোজ টিকা নিয়ে এর উদ্বোধন করেন। সেদিন তার সহধর্মিণী নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি তাসলিমা খাতুনও টিকা নেন। আবারো তারা একসঙ্গে টিকা নিলেন।

প্রথম ডোজ টিকা নেয়ার পর ফজলে হোসেন বাদশা ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারা যেন অবহেলা না করেন। সময়মতো তারা হাসপাতালে এসে যেন দ্বিতীয় ডোজ টিকা নেন।’

করোনার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরুর সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৪০ জন। আর টিকার প্রথম ডোজ নেন ১০০ জন।

ফয়সাল আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।