নারায়ণগঞ্জে করোনায় আরও ৫ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার, একজন বন্দর ও একজন সদরের বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮২২ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৫ জন।
বুধবার (১৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এপর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৭৮ জন, সদরে মারা গেছেন ৩৩ জন ও আক্রান্ত হয়েছে দুই হাজার ৪৫০ জন, বন্দরে মারা গেছেন আটজন ও আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৬৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৩ জন ও আক্রান্ত হয়েছেন এক হাজার ৯০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন চারজন ও আক্রান্ত হয়েছেন ৮৪০ জন।
শাহাদাত হোসেন/এসএমএম/এমএস