কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:২৪ এএম, ১৫ এপ্রিল ২০২১

সরকার ঘোষিত আট দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ময়মনসিংহে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করে আদালত।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১৪০ মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, জেলা শহরে প্রতিদিন চারটিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক বিতরণ চলছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

jagonews24

এদিকে জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৫২টি নমুনা পরীক্ষা করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৪৬ জন, ভালুকায় নয়জন , ফুলপুরে আটজন, তারাকান্দায় দুইজন, ত্রিশালে আটজন, ধোবাউড়ায় পাঁচজন, ঈশ্বরগঞ্জে তিনজন, ফুলবাড়িয়ায় তিনজন, মুক্তাগাছায় দুইজন, নান্দাইলে দুইজন, গৌরীপুরে দুইজন এবং গফরগাঁওয়ে একজন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।