২৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইসমাইল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। এসময় গাঁজা মাপার জন্য ডিজিটাল পাল্লা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল ইসমাইল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি গাজাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ইসমাইলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।