নারায়ণগঞ্জে করোনায় আরও দু’জনের মৃত্যু
করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৫ জন।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৭০ জনে।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫০ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৮ হাজার ৮৬৬ জনের।
জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনা ভাইরাসে এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৫ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৮ জন, সদরে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৩ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৫৯ জন।
শাহাদাত হোসেন/এফএ/জিকেএস