আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
হানিফ
সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় হানিফ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মাসুদ রানা (৩২) নামের আরেক যুবক।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কেরর আশুলিয়ার কবিরপুর ওয়াবদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ জিরানী কোনাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে হানিফ ও তার বন্ধু মাসুদ নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন৷ এ সময় কবিরপুর ওয়াবদা এলাকায় পৌঁছালে নবীনগরগামী একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হানিফের এবং মাসুদ গুরুত্বর আহত হন।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব ভূইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মামুন/এমএসএইচ