সিদ্ধিরগঞ্জে একের পর এক চুরি-ছিনতাই-ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:০২ এএম, ২৮ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এলাকায় অহরহ চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

গত ২০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সাইফুল ইসলামের বাসা থেকে নগদ ৫ লাখ টাকা চুরি হয়। সাইফুল ইসলাম জানান, তিনি সাহরির সময় ঘুম থেকে উঠেন। কিন্তু সেদিন তার ঘুম ভাঙে সকাল ১১টায়। এমনকি তার বাসায় কেউই সাহরির সময় ঘুম থেকে উঠতে পারেননি।

তিনি বলেন, সকাল ১১ টায় আমার ঘুম ভাঙলেও আমার বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছিল। সম্ভবত আমার পরিবারের সব সদস্যের মুখে এক ধরনের স্প্রে ছিটানো হয়েছিল।

২২ এপ্রিল সিদ্ধিরগঞ্জের ডরিক মাদানী টাওয়ারের ইউএসবি কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মিলন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতরা।

জানা যায়, নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসের শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, একটি ফ্রিজ, একটি ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ডাকাতরা ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলেও জানান দোকান মালিক মিন্টু মিয়া।

এই ঘটনায় কুরিয়ার সার্ভিসের এজেন্ট পলাশ শেখ বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে ২৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কর্মরত শ্রমিক শরিফ আহমেদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই হয়।

তিনি বলেন, আমি রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলাম। তখন আদমজী রেমি গার্মেন্টসের সামনে আসার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলের তিনজন এসে আমার পথ আটকে আমার মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে। চোর, ছিনতাইকারী ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।