৩শ শ্রমজীবীকে নগদ অর্থ দিলেন বিএনপি নেতা সরোয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১১ মে ২০২১

করোনায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক শ্রমজীবী মানুষকে নগদ অর্থ দিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খাঁন, জেলা শ্রমিকদল নেতা আব্দুর রব হাওলাদার, মহানগর শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার হিসেবে করোনায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক শ্রমজীবী মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

সাইফ আমীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।