যশোরে পাঁচ মাসে ৫৯ লাখ টাকার মাদকসহ ৬৭ ব্যবসায়ী আটক
যশোরে গত পাঁচ মাসে অভিযান চালিয়ে ৫৯ লাখ ১৪ হাজার একশ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ ৬৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত পহেলা জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত যশোরের সীমান্তগুলোতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়। জব্দ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল, ১৯৭ বোতল মদ, ৩৪৮ কেজি গাঁজা ও ২০৪ পিস ইয়াবা। এসব মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা বলেন, দেশের অভ্যন্তরে মাদকসহ যাতে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। এই পাঁচ মাসে বিশেষ অভিযানে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও মাদক ব্যবসায়ীদের আটকের ফলে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান অনেক কমে গেছে। তাছাড়া সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়েছে। আগামীতে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা আরও জোরালো ভূমিকা রাখবে বলে জানান তিনি।
জামাল হোসেন/এমএসএইচ/এমকেএইচ