ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৭ জুন ২০২১
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান নামে ডাইং কারখানার একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ মে) রাত ৮টার দিকে ফতুল্লার কুতুবাইল এলাকায় রেহান উদ্দিন প্রধানের বাড়ির তৃতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান কুড়িগ্রাম জেলার সদর থানার পাঁচগুছিয়া কলেজ রোড এলাকার বগদুল মিয়ার ছেলে। তিনি তার বড় ভাই আশরাফুল হকের সঙ্গে ঘটনাস্থলের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের ভাবি মমতাজ বেগম জানান, আনিছুর স্থানীয় একটি ডাইং কারখানায় কাজ করতেন। সন্ধ্যার পর বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেহান উদ্দিনের বাড়ির পাশে একটি গার্মেন্টস আছে। সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে আনিছুরকে গার্মেন্টসের কাউকে ইশারা-ইঙ্গিত করতে দেখেছেন। ছাদের পাশেই ছিল বিদ্যুতের তার। সেই তারে স্পৃষ্ট হয়ে ছাদেই তার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি।

মো. শাহাদাত হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।