জুয়ার আসর থেকে আটক ১২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১০ জুন ২০২১

রাজধানীর ডেমরার সুকশী এলাকা থেকে জুয়ার আসর থেকে ১২ জনকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ২৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১'র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৯ জুন) দিবাগত রাত দেড়টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায়
জুয়ার আসর চালিয়ে আসছিল। এ জুয়ার আসরে ৫০-৬০ জন লোক নিয়মিত জুয়া খেলতেন। এসব আসরে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।

স্থানীয়রা জানান, এ জুয়ার আসরে অংশগ্রহণের জন্য সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছিল জুয়াড়িরা।

এদিকে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এস কে শাওন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।