সিলেটে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৬ জুন ২০২১

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন সিলেটের ও দুইজন মৌলভীবাজারের বাসিন্দা।

বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৬১ জন ও মারা গেছেন ৪৪১ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৭৫৪ জন, সুনামগঞ্জে দুই হাজার ৮৭৯ জন, হবিগঞ্জে দুই হাজার ৫৬৭ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৬৭৬ জন।

Sylhet-1

নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৩৩ জন, দুইজন সুনামগঞ্জে, পাঁচজন হবিগঞ্জে ও ১২ জন মৌলভীবাজারের বাসিন্দা। বিভাগে সুস্থ হয়েছেন ৯২ জন। এদের মধ্যে ৭৫ জন সিলেটের, একজন হবিগঞ্জে ও ১৬ জন মৌলভীবাজারের বাসিন্দা।

বিভাগে মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৬০ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন।

ছামির মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।