খুলনা মেডিকেলে একদিনে ১৭১ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনে ১৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আজ ৪৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৮৭ জন রয়েছে। এর মধ্যে ১৭১ জনের করোনা পজিটিভ আসে।
১৭১ জনের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯ জন, বাগেরহাটের আটজন, যশোরের পাঁচজন, সাতক্ষীরার দুজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জের তিনজন, মাগুরার একজন ও ফরিদপুর জেলার একজন রয়েছেন।
আলমগীর হান্নান/এমএসএইচ