রূপগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে র্যাব-১ সিপিসি-৩ কার্যালয় থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলেন- ফয়সাল মিয়া (২২) উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক এলাকার আলী হোসেনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যজন হলেন- আজিম মিয়া (৬৫) পার্শ্ববর্তী বাগলা এলাকার মোকসেদ হোসেনের ছেলে।
র্যাব-১ জানায়, সোমবার সন্ধ্যায় র্যাব-১ সিপিসি-৩ এর একটি দল আজিম মিয়ার বাগলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় আট কেজি গাঁজাসহ দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া এবং আজিম মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মীর আব্দুল আলীম/এআরএ/জিকেএস