যশোরে একদিনে করোনা-উপসর্গে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৫ জুলাই ২০২১

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় ৮২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৬ জনের।

এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের চাপ অব্যাহত রয়েছে। বর্তমানে হাসপাতালে ১৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২১২ জন।

সোমবার (৫ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৪৫ জনের নমুনায় ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনজনের নমুনায় দুজন, জিন এক্সপার্ট টেস্টে ১০ জনের নমুনায় চারজনের ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৬২ জনের নমুনায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার প্রায় ৩৫ শতাংশ।

একইসময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫১৮ জন ও সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন।

এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ অব্যাহত রয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালে করোনা ওয়ার্ডের রেডজোনে ১১৮ শয্যার বিপরীতে এখন ভর্তি রয়েছেন ১২৬ জন। আর উপসর্গ নিয়ে ইয়েলোজোনে ভর্তি রয়েছেন ৮৬ জন।

এছাড়া হাসপাতালের রেডজোনে ৪০টি শয্যা বৃদ্ধির প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এর আগেরদিন জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে মারা যান ১৭ জন।

মিলন রহমান/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।