ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৭ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। বুধবার (৭ জুলাই) সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও শৈলকূপা ও হরিণাকুন্ডুতে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

সিভিল সার্জন বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ১৫৬ জনের। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ১৭৬ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শয্যা সংখ্যার তুলনায় বেশি রোগীর কারণে চিকিৎসা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।