যশোরে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু
যশোরে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮৮ জনে করোনা শনাক্ত হয়েছে। এক হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষায় এ শনাক্তের হার ৩৪ শতাংশ। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৭৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯৫ জন, জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় পাঁচ জনের মধ্যে চারজন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনা ইউনিটের রেড জোনে ১৭০ জন ভর্তি রয়েছেন। ইয়েলো জোনে ভর্তি রয়েছেন ৭২ জন। রোগীদের অতিরিক্ত চাপে মেঝেতেও অসংখ্য রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. আরিফ আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত রেড ও ইয়েলো জোনে মোট ২৪২ জন রোগী ভর্তি রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৯১০ জনের দেহে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯৪ জন। মারা গেছেন ২০২ জন।
মিলন রহমান/আরএইচ/এমএস