রংপুর বিভাগে ৮ দিনে মৃত্যু শতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে গত আটদিনে বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১০৫ জনের। এছাড়া করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ৬২৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচ, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের দুইজন করে এবং পঞ্চগড় জেলার একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে দুই হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৩৪, ঠাকুরগাঁওয়ে ১৫১, দিনাজপুরে ১২৩, গাইবান্ধায় ১১০, পঞ্চগড়ে ৬৩, নীলফামারী ৬২, কুড়িগ্রামে ৫৯, ও লালমনিরহাটের ৩১ জন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, করোনা শনাক্তের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৭২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১ হাজার ৬৯০ জন শনাক্ত হয়েছেন।

বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ে। এছাড়া ভারতীয় সীমান্ত ঘেঁষা ও স্থলবন্দর থাকা জেলাগুলোত বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই।

জীতু কবীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।