খুমেক ল্যাবে আরও ১৯০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৪১ পিএম, ১০ জুলাই ২০২১

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে আরও ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ।

শনিবার (১০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এতথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৯ জুলাই) শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ২৬ শতাংশ।

খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৯০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১৫৭ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বাগেরহাটের ১৮ জন, সাতক্ষীরার তিনজন, যশোরের আটজন এবং গোপালগঞ্জ, পিরোজপুর, ফরিদপুর ও ঝালকাঠির একজন করে শনাক্ত হয়েছেন।

আলমগীর হান্নান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।