স্কুলব্যাগে মিলল সাড়ে ৫১ কেজি গাঁজা, গ্রেফতার ৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৩ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার বিষনন্দী ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সোমবার (১২ জুলাই) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলর মৃত মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. দুলাল হোসেন (৪০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকার মো. হারুনের ছেলে মো.
আরিফ (৩০), শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া মাদারপুর এলাকার আব্দুল করিমের ছেলে মো. আলম (২২), একই এলাকার
মো. আনছার আলী মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০), মো. সুন্দর আলীর ছেলে মো. আলম (২০), মাদারপুর
এলাকার সুন্দর মিয়ার স্ত্রী মোছা. ঝর্ণা বেগম (৫০) এবং মো. সুজনের মেয়ে সুজেতা খাতুন (৪০), ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার মো. আবুল কাশেমের স্ত্রী মোছা. রোজি বেগম (৩০), ময়মনসিংহের ধোবাউড়ার তারাকান্দি এলাকার মো. রতনের মেয়ে মোছা. হাসি আক্তার ফুর্সি (২৭)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতিতে স্কুল ব্যাগে গাঁজা এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এস কে শাওন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।