সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮৪
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসোতালে তাদের মৃত্যু হয়। এর আগে গত ৭ ও ১৪ তারিখ একই সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। এছাড়া ২৪৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সাতজন সিলেট, একজন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জের।
ছামির মাহমুদ/এএইচ/এমএস