বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২৫৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৮৪ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪১জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় ৩২১টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৬০। নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬০ দশমিক ১২ শতাংশ। বরগুনা জেলায় শনাক্তের হার ৫০ শতাংশ। এ জেলায় দুইজনের নমুনা পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছে। ভোলা জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৫ শতাংশ।

পটুয়াখালী জেলায় ৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ঝালকাঠীতে শনাক্তের হার ৩০ শতাংশ। এ জেলাতে ১০ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

সাইফ আমীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।