বরিশাল বিভাগে একদিনে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৪১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৬ শতাংশ।

সোমবার (২৬ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ছয়জন ও ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২৮৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ১১৭ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জন পজিটিভ হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় দুই হাজার ১২৬ নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৬ শতাংশ। বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ১২ শতাংশ। বরিশালে ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ভোলা জেলায় শনাক্তের হার ৪৭ দশমিক ৫৭ শতাংশ। এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

পটুয়াখালী জেলায় ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৬৮ শতাংশ। বরগুনা জেলায় ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। পিরোজপুর জেলায় ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৩৪ শতাংশ। ঝালকাঠী জেলায় ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৯শতাংশ।

সাইফ আমীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।