খুলনা বিভাগে করোনায় আজও ৪৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও ৪৬ জন মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে এক হাজার ৪৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৬ জুলাই) বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় একজন, যশোরে দুইজন, নড়াইলে দুইজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।