ময়মনসিংহে করোনায় ৪ জনের মৃত্যু
ময়মনসিংহে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হন ১৩৭ জন। জেলাটিতে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ।
শনিবার (৭ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত হন ৬২ জন ও পিসিআর টেস্টে ৭৫ জন।
তিনি আরও জানান, জেলা সদর, মুক্তাগাছা, ভালুকা ও ত্রিশালে একজন করে মারা গেছেন।
মঞ্জুরুল ইসলাম/এমএসএম/জেএইচ/এমকেএইচ