বরিশালে আক্রান্ত-উপসর্গে ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৫ জন।

শনিবার (৭ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছেন ১৮ জন। তাদের মধ্যে আক্রান্ত তিন এবং উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া বিভাগের অন্যান্য হাসপাতালে মারা যান আরও পাঁচজন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় ৭২৩ নমুনা পরীক্ষায় ১৯৫ জন পজিটিভি হয়েছেন। তাদের মধ্যে ঝালকাঠিতে দুই, বরিশালে ৭১, ভোলায় ১০৮, পটুয়াখালীতে ৯ এবং পিরোজপুরে পাঁচজন রয়েছেন।

সাইফ আমীন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।