খুলনার দুই হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে খুলনার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ছয়জন ও খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা গেছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতাল দুটির মুখপাত্ররা এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায়(৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান(৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫) মারা যান।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এমনটাই জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
আলমগীর হান্নান/এসজে/জিকেএস