সিলেট বিভাগে একদিনে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৬ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে একদিনে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮১ জনসহ সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭১০ জন, সুনামগঞ্জে ছয় হাজার ৩৭ জন, হবিগঞ্জে ছয় হাজার ২৩৯ জন, মৌলভীবাজারে সাত হাজার ৬১৬ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ৪৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত রোগীর ৭৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১৯ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৪৩ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ১২ জনসহ এখন পর্যন্ত দাঁড়ালো এক হাজার ২৭ জন। এর মধ্যে সিলেটে ৭৪৯ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন।

ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।